সিংড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা

এফএনএস (সাইফুল ইসলাম; সিংড়া, নাটোর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৪:৩১ পিএম
সিংড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা

২৪ মে বগুড়ায় অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নাটোরের সিংড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা হয়েছে। রোববার দুপুরে সিংড়া পৌরসভা কন্ফারেন্স হলরুমে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল। 

অনুষ্ঠানে সভাপতিতাব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু। বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান শরীফ, সিংড়া পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল সরকার, গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমূখ।

আপনার জেলার সংবাদ পড়তে