২৪ মে বগুড়ায় অনুষ্ঠিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে নাটোরের সিংড়ায় ছাত্রদলের প্রস্তুতি সভা হয়েছে। রোববার দুপুরে সিংড়া পৌরসভা কন্ফারেন্স হলরুমে কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার ও সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল।
অনুষ্ঠানে সভাপতিতাব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিন্টু। বক্তব্য রাখেন নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হোসেন সৃজন, সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান শরীফ, সিংড়া পৌর ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কাজল সরকার, গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন প্রমূখ।