ছুরিকাঘাতে নিহত যুবকের বাড়িতে শোকের মাতম

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৪:৪১ পিএম
ছুরিকাঘাতে নিহত যুবকের বাড়িতে শোকের মাতম

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত ফটোগ্রাফার নুর ইসলামের (২৬) জেলার আগৈলঝাড়া উপজেলার পূর্ব সুজনকাঠী গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। শনিবার (১৬ মে) দিবাগত রাতে মরহুমের জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

ওইদিন (শনিবার) সন্ধ্যায় নিহত নুরের লাশ গ্রামের বাড়িতে পৌঁঁছলে স্বজনসহ উপস্থিত এলাকাবাসীর আহাজারিতে ওই এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে। ছেলের শোকে বার বার মুর্ছা যাচ্ছেন মা ফজিলাতুন্নেছা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা। নিহত নুরের বাবা আবুল ফকির হত্যার সাথে তার (নুর) বন্ধু ইমন জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন। তিনি (আবুল ফকির) আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার ছেলের হত্যার মূলরহস্য উদঘাটন করে দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

উল্লেখ্য, গত ১৬ মে দিবাগত রাত আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুরের দুর্গা মন্দিরের গলিতে দুর্বৃত্তদের এলোপাথারি ছুরিকাঘাতের নুর ইসলাম নিহত হন। তিনি (নুর) বিভিন্ন অনুষ্ঠানে ফটোগ্রাফির কাজ করতেন এবং রাজধানীর শংকর বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। নুর ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম। ঘটনার দিন একটি অনুষ্ঠানে ছবি তোলার জন্য ফটোগ্রাফার হিসেবে নুরকে ভাড়া করে জনৈক ব্যক্তি। বন্ধু ইমনকে নিয়ে ওই অনুষ্ঠানে যাচ্ছিলেন নুর ইসলাম। এ সময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে তার সাথে থাকা দুটি ক্যামেরা নিয়ে যায়। গুরুত্বর অবস্থায় প্রথমে নুর ইসলামকে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা নুর ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে