সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৮ মে, ২০২৫, ০৬:০৯ পিএম | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৬:০৮ পিএম
সাম্য হত্যার বিচার দাবিতে ছাত্রদলের শাহবাগ অবরোধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এবং বিচারের দাবিতে রোববার (১৮ মে) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল। বিকেল পৌনে ৪টা থেকে শুরু হওয়া এ অবরোধে কয়েকশ নেতাকর্মী অংশ নেন এবং বিকেল সাড়ে ৫টার দিকে তারা অবরোধ কর্মসূচি শেষ করেন।

সোমবার সন্ধ্যার এ বিক্ষোভে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বহু নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’—এমন নানা স্লোগান দেন। সড়কে বসে পড়ে বিক্ষোভ চালান আন্দোলনকারীরা। এতে শাহবাগ এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে একটি কালো পতাকা মিছিল বের করেন ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলা অনুষদ হয়ে অপরাজেয় বাংলার সামনে এসে শেষ হয়। মিছিল শেষে তারা শাহবাগ থানার সামনেও অবস্থান নেন।

ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস মিছিল পরবর্তী সমাবেশে বলেন, “গত জুলাই মাসে গণআন্দোলনে নেতৃত্ব দেওয়ার সাহস দেখানো সাম্য আজ আমাদের মাঝে নেই। প্রশাসন তার হত্যার দায় এড়াতে পারে না। অবিলম্বে প্রক্টরের পদত্যাগ ও উপাচার্যের দুঃখপ্রকাশ চাই।”

গত মঙ্গলবার (১৩ মে) রাত আনুমানিক ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের কাছে একদল দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে হামলা করা হয়। পরবর্তীতে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সাম্য ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

পরদিন সকালে নিহত সাম্যের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তাদের ছয় দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে