বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার মামলায় টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার অলোয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি ও বরকতপুর গ্রামের সোহরাব খন্দকারের ছেলে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু (৪৫) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুর ভাই সোহেল রানা ওরফে টিটু (৩৮)। শনিবার (১৭ মে) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, টাঙ্গাইল সদর থানায় নাশকতার মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে সাইফুল ইসলাম খন্দকার ওরফে বাবু ও সোহেল রানা ওরফে টিটুকে গ্রেফতার করা হয়। পরে রাতেই টাঙ্গাইল সদর থানায় তাদেরকে সোপর্দ করা হয়েছে।