চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৬:২১ পিএম
চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে, ২০২৫ মাসের সভা রবিবার সকালে (১৮ মে ২০২৫) জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। 

সভাপ্রধানের বক্তব্যে  জেলা প্রশাসক বলেন, অর্থবছরের জুনের মধ্যে  বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) রাজস্ব এবং উন্নয়ন প্রকল্পের  শতভাগ  বাস্তবায়ন দেখতে চাই।চাঁদপুর পৌর এলাকায় সাপ্লাই পানি শতভাগ নিশ্চিত হয়নি।এক্ষেত্রে বিদেশি সাহায্য সংস্থা চাঁদপুর পৌর এলাকায় আরেকটি ওয়াটার ট্রিটমেন্টপ্ল্যান্ট করবে। এ বিষয়ে একটি সমন্বয় সভা আজকে করা হবে।  

তিনি পৌর প্রশাসকদের উদ্দেশ্যে বলেন,চাঁদপুর জেলার প্রতিটি পৌর এলাকার  জলবদ্ধতা নিরসনে  ড্রেনেজ ব্যবস্থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। লোডশেডিং এর পরিমাণ কমিয়ে জনগণকে স্বস্তি দিতে হবে। এ ব্যাপারে পিডিবি ও পল্লী বিদ্যুৎ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা প্রশাসক বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কসহ শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনায় এবং যত্রতত্র পশুরহাট করা যাবে না। পশুর হাটে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পশু যেন যোগান থাকে। এ বিষয়ে খেয়াল রাখতে হবে। প্রতিটি হাটে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম থাকতে হবে।কুরবানী দেওয়ার পর পরিবেশ রক্ষায় পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং কোরবানির চামড়া সংরক্ষণে ব্যবস্থা থাকতে হবে। সময় মত পর্যাপ্ত লবণের যোগান থাকতে হবে।পশুর হাটে জালনোট সনাক্তকরণে মেশিন ব্যবহার করতে হবে। 

সড়ক-মহাসড়কে মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে সড়কগুলোয় যদি ভাঙ্গা অংশ বা গর্ত থাকে সেগুলো দ্রুততর সময়ের মধ্যে মেরামতের ব্যবস্থা নিতে হবে। চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নে নদী ভাঙ্গন রোধে প্রদক্ষেপ নেয়া দরকার। বর্ষা মৌসুমে চাঁদপুরের দুটি শেষ প্রকল্পের অভ্যন্তরে  জলাবদ্ধতা তৈরির আংশকা থাকে। স্লুইসগেটগুলো সচল রাখা-সহ জলাবদ্ধতা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের এখনই সময়। জেলা প্রশাসক বলেন, এবার এসএসসি পরীক্ষা যাই হয়েছে, এইচএসসি পরীক্ষা আরো কঠোর ব্যবস্থা থাকবে। আমি চাই লেখাপড়ার মান যাতে আরো বৃদ্ধি পায়। 

সভার শুরুতে জেলা পর্যায়ে বিভিন্ন বিভাগের উন্নয়ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। বিগত সভার প্রতিবেদন তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। 

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফর রহমান, স্থানীয় সরকার উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, সিভিল সার্জন প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল্লাহ আল যুবায়ের,এনএসআই যুগ্ম পরিচালক আবু আব্দুল্লাহ, চাঁদপুর জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান,এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. আহসান কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটু, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী অলিউল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনজুরুল আলম শরীফ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত,ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিজিয়া নিগার সুলতানা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার-সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।