ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ভবনের সামনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্দোলন রোববার (১৮ মে) টানা চতুর্থ দিনে গড়িয়েছে। বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা আগামী সোমবার (১৯ মে) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগর ভবন ও এর আশপাশের সড়কগুলো সম্পূর্ণ ‘ব্লকেড’ করার কর্মসূচি ঘোষণা করেছেন।
রোববার দুপুরে নগর ভবনে অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিয়ে সাবেক সিনিয়র সচিব মশিউর রহমান জানান, “আমরা সোমবার সকাল থেকে নগর ভবন ঘিরে কর্মসূচি চালাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
রোববার সকাল ৯টা থেকে নগর ভবনের সামনের প্রধান ফটক এবং আশপাশের সড়কগুলোতে অবস্থান নিয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। ভেতরের বিভিন্ন ফটকেও তালা ঝুলিয়ে দেয়া হয়েছে, যার কারণে নগর ভবনের সব দাপ্তরিক কার্যক্রম প্রায় বন্ধ রয়েছে।
দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ নগরবাসী সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি গুলিস্তান, জাতীয় প্রেসক্লাব, শিক্ষা ভবন প্রদক্ষিণ শেষে আবার নগর ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ উল্লেখযোগ্য। এছাড়াও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে তীব্র স্লোগান দেন আন্দোলনকারীরা।
গেন্ডারিয়া থেকে আসা যুবদল কর্মী মহিউদ্দিন আহমদ বলেন, “সরকার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে টালবাহানা করছে। এই টালবাহানার পিছনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ সজীব রয়েছেন। আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
সুত্রাপুরের বাসিন্দা সারওয়ার আলম বলছেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন ইশরাক ভাই। আদালতের রায়ও এসেছে। তাহলে কেন তাকে দ্রুত শপথ গ্রহণ করানো হচ্ছে না? এ ব্যাপারে সরকারের কাছে আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি। শপথ না পড়ানো পর্যন্ত রাজপথ ছাড়ব না।”
পুরান ঢাকার টিকাটুলি থেকে আসা সৈকত পাল বলেন, “মেয়র হিসেবে গেজেট পাস হয়েছে, কিন্তু শপথ কেন দেয়া হচ্ছে না, আমরা সেটা জানতে চাই। যত দিন এই অবস্থা থাকবে, আমরা আন্দোলন চালিয়ে যাব।”
অবস্থান কর্মসূচির কারণে রোববার সকাল থেকে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীরা অফিসে প্রবেশ করতে পারছেন না। হিসাব শাখার একজন কর্মকর্তা জানান, “আন্দোলনের কারণে অফিস বন্ধ। যদিও সকালে এসে আশেপাশে থাকি, কিন্তু তালা দেওয়ায় অফিসে ঢুকতে পারি না।”
ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, “অফিসে যাই, কিন্তু ঢুকতে পারি না। এর ফলে ফাইল ওয়ার্কসহ সকল কাজ বন্ধ। আমরা বাইরে থেকে সরেজমিনে উন্নয়ন কাজ দেখছি।”
২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকায় দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে বিএনপির ইশরাক হোসেন পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে ২০২৩ সালের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করলেও এখনও পর্যন্ত শপথ গ্রহণ করানো হয়নি।
শপথ গ্রহণে বিলম্বের কারণ জানতে চাইলে ইশরাক বলেন, “আমি কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তি কিংবা সরকারের ওপর দোষারোপ করছি না, আমরা এর সমাধান চাই।”