সাতকানিয়া উপজেলায় অবৈধভাবে মাটি কাটার প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিগত ৫ আগস্টের পর কিছুদিন মাটি লোপাট বন্ধ থাকলেও বর্তমানে আবার ভয়াবহভাবে চলছে মাটি লুটপাট। এতে বেশ কিছু ব্রীকফিল্ডের মালিক অতি আগ্রাসী ভূমিকা পালন করছে। প্রশাসন বারবার অভিযান চালানোর পরও থামছে না টপসয়েল কাটা।
১৮ মে রোববার উপজেলার ঢেমশা ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় এনামুল হকের মালিকানাধীন ঐইগ নামক ইটভাটার ম্যানেজার ক্ষেত্র মোহনকে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সাতকানিয়া জনাব ফারিশ্তা করিম। অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সাতকানিয়া থানার পুলিশ উপস্থিত ছিলেন।