‘ক্ষমতার বৈধতা নেই, তবু বড় সিদ্ধান্ত নিচ্ছে সরকার’: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৭:০৬ পিএম
‘ক্ষমতার বৈধতা নেই, তবু বড় সিদ্ধান্ত নিচ্ছে সরকার’: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন যত বিলম্বিত হচ্ছে, দেশকে ততটাই অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, জাতি এক গভীর শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে অবস্থান করছে, যা থেকে মুক্তি পেতে হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন।

রোববার (১৮ মে) রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। একইদিন গুলশানের হোটেল সারিনায় আয়োজিত সমসাময়িক বিষয়ক অপর এক আলোচনায়ও তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন।

আমীর খসরু বলেন, “বাংলাদেশ বর্তমানে একটি অনিশ্চিত অবস্থার মধ্যে রয়েছে। স্বৈরাচার বিদায়ের পর গণতন্ত্রের প্রত্যাশা ছিল—কিন্তু বাস্তবে তা হয়নি। একটি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে এ সরকারের দায়িত্ব ছিল নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া। কিন্তু সরকার এমন আচরণ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার।”

তিনি আরও অভিযোগ করেন, “বর্তমান সরকার করিডোর, বন্দর বা বিনিয়োগ সম্মেলনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। প্রশ্ন হলো, তাদের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায়? এই ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক সরকার ছাড়া অন্য কেউ নিতে পারে না।”

আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, “ঢাকা দক্ষিণ সিটির মেয়র সংক্রান্ত আদালতের আদেশ বাস্তবায়ন হচ্ছে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার স্বার্থে কাজ করছে, তাও এখন প্রশ্নবিদ্ধ।”

নতুন সদস্য সংগ্রহের প্রসঙ্গে তিনি জানান, বিএনপি এমন সদস্য নেবে যাদের সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি বলেন, “আমরা সহাবস্থানের রাজনীতি চাই, সাংঘর্ষিক রাজনীতি নয়। মানুষ আর সংঘাত চায় না।”

এ সময় আওয়ামী লীগের অতীতে যারা অপকর্মে জড়িত ছিলেন না, তাদের বিএনপিতে যোগদানের সুযোগ আছে বলেও জানান আমীর খসরু। তিনি বলেন, “দল নয়, মূল বিষয় হলো ব্যক্তি কোনো অপরাধে জড়িত কি না। অপরাধে না জড়ালে, রাজনৈতিক মতাদর্শ পরিবর্তন করে বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ আছে।”

বিএনপির এই শীর্ষ নেতা দৃঢ়ভাবে বলেন, “ডিসেম্বরের মধ্যে অবশ্যই নির্বাচন দিতে হবে। নির্বাচন যত দেরি হচ্ছে, ততই দেশ অস্থিতিশীল হয়ে উঠছে। জনগণের মালিকানা ফেরাতে হলে অবিলম্বে নির্বাচন দিতে হবে।”

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে