ঝিকরগাছায় পেট্রোল পাম্পে ৪০হাজার টাকা জরিমানা

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৪৬ এএম
ঝিকরগাছায় পেট্রোল পাম্পে ৪০হাজার টাকা জরিমানা

শনিবার দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলা মোড়ে অবস্থিত মেসার্স মোর্শেদ ব্রাদার্স পেট্রোল পাম্পে পরিমাপে কম দেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। ঝিকরগাছা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার এর নেতৃত্বে একটি মোবাইল টিম শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২ টায় এই অভিযান পরিচালনা করেন।

ভুক্তভোগী ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের রঘুনাথনগর গ্রামের মেহেদী হাসান জানান,  শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মোর্শেদ ব্রাদার্স তেল পাম্প থেকে ১২৫০ টাকার পেট্রোল ক্রয় করেন। তেল নেয়ার পর পেট্রোল কম দিয়েছে বলে সন্দেহ হয়। সন্দেহের কথা পাম্পের ম্যানেজার মোঃ ফারুক হোসেন কে জানালে তিনি অস্বীকার করেন। এক পর্যায়ে জনগণের চাপের মুখে পাম্প কর্তৃপক্ষ তেল মেপে কম প্রমাণিত হয়। ভুক্তভোগী মেহেদী হাসান সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের নিকট অভিযোগ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তৎক্ষনাৎ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারোয়ার উক্ত তেলপাম্পে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা দেখতে পান। এরপর ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল এর শাস্তি ঘোষণা করেন। পাম্প কর্তৃপক্ষ নগদ ৪০ হাজার টাকা পরিশোধ করে এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে লিখিত মুচলেকা প্রদান করেন। 

আগামীকাল (রবিবার) বিএসটিআই পরিদর্শক দল এসে তেল  মাপা মেশিন পরীক্ষা করে রিপোর্ট না দেওয়া পর্যন্ত তেল বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দেন।

আপনার জেলার সংবাদ পড়তে