মোরেলগঞ্জে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পথসভা

এফএনএস (এইচ এম মইনুল ইসলাম; বাগেরহাট) : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৭:৩৩ পিএম
মোরেলগঞ্জে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে পথসভা

অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে পথসভা করেছে বিএনপির নেতাকর্মীরা। রোববার বিকেল ৫ টার দিকে নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা ছিলেন উপজেলা এিনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক প্রভাষক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামানি মিলন, সাবিনা ইয়াসমিন টুলু ও মালয়শিয়া যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর হাওলাদার।

বক্তারা অনতিবিলম্বে নির্বাচনী রোড়ম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তরের দাবি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি। আগামি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে বিএনপি আন্দোলনে নামতে বাধ্য হবে বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে