নতুন বাংলাদেশেও পুরোনো রেওয়াজ

ভূমি অফিসে সুপারিশের ছড়াছড়ি: সাকি

নিজস্ব প্রতিবেদক
: | আপডেট: ১৮ মে, ২০২৫, ০৮:২১ পিএম : | প্রকাশ: ১৮ মে, ২০২৫, ০৭:৫৬ পিএম
ভূমি অফিসে সুপারিশের ছড়াছড়ি: সাকি

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার (১৮ মে) অনুষ্ঠিত এক সমাবেশে দেশের ভূমি ও কৃষি খাতে আবারও ‘সুপারিশ সংস্কৃতির’ ফিরে আসার অভিযোগ তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, “মানুষ পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, ভেবেছিল সুপারিশ বা ঘুষ ছাড়াই এখন থেকে ন্যায্য অধিকার নিশ্চিত হবে। কিন্তু বাস্তবতা হলো, এখন নতুন সুপারিশওয়ালারা তৈরি হয়েছে, নতুনভাবে লেনদেনের রেওয়াজ শুরু হয়েছে।”

‘ভূমিহীন কৃষক সমাবেশে’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জোনায়েদ সাকি। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন। সেখানে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “এই নতুন যাত্রায় ভূমিহীন, কৃষক ও শ্রমজীবী মানুষ কোথায়? যদি তারা এই যাত্রায় না থাকেন, তাহলে নতুন বাংলাদেশ কার জন্য?”

সাকি বলেন, “আমরা এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শাসন বিদায় করেছি। সেই অভ্যুত্থানে প্রান্তিক জনগোষ্ঠী, তরুণ-তরুণী, কৃষক, দিনমজুর সবাই রক্ত দিয়েছেন। কিন্তু আজও ভূমিহীনরা আগের জায়গাতেই পড়ে আছেন— অধিকার বঞ্চিত হয়ে, মাথা গোঁজার ঠাঁই ছাড়াই।”

তিনি দাবি করেন, ভূমি সংস্কার ছাড়া কোনো প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। নির্বাচন, সংস্কার এবং ন্যায়বিচার—এই তিনটি বিষয়কে একসঙ্গে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে এখন ভাবা জরুরি নয়, বরং জরুরি হলো ভূমিহীনদের জীবনের মৌলিক অধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়া। এটাই অন্তর্বর্তী সরকারের আসল কাজ হওয়া উচিত।”

জোনায়েদ সাকির অভিযোগ, ভূমি অফিসে এখনো সরকারি দলের ছত্রছায়ায় সুপারিশ ছাড়া ফাইল গড়ে না। নতুন মুখে পুরোনো দুর্নীতির রূপই দেখা যাচ্ছে। তিনি বলেন, “কেন ভূমি অফিসের কর্মকর্তারা ছাত্রদের সই, সুপারিশ চাইবেন? নতুন ব্যবস্থায় এই চর্চা কেন থাকবে?”

সমাবেশে আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম। তিনি বলেন, “দেশের সব খাস জমি ভূমিহীনদের অগ্রাধিকার ভিত্তিতে লিজ দিতে হবে। সরকারকে এ বিষয়ে মানবিক হতে হবে।”

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, “ভূমিহীন কৃষকরা এখন শুধু মাথা গোঁজার ঠাঁই চায়। তাদের একখণ্ড জমি প্রয়োজন। আমরা তাদের দাবির পাশে আছি এবং প্রয়োজনে বড় আন্দোলন গড়ে তোলা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের ঢাকা জেলা কমিটির সভাপতি লিটন কবিরাজ এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে