২০ নেতাকর্মীর বিরুদ্ধে

কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ১৯ মে, ২০২৫, ১২:৩৪ পিএম | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ১১:০৫ এএম
কাপাসিয়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২
গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী বাজারে শনিবার দুপুরে উপজেলা বিএনপির বিবদমান একটি গ্রুপের মতবিনিময় সভায় আগত সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ২০ নেতাকর্মীদের নামে কাপাসিয়া থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় রোববার বিকেলে যমুনা টেলিভিশনের ক্যামেরাপার্সন রকি হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

সাংবাদিকদের উপর হামলার সাথে জড়িত থাকার অভিযোগে শনিবার রাত ১টার সময় সেনাবাহিনীর একটি দল উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোঃ ফরিদ শেখ ও তার ভাগিনা আসফি রাইয়ান খানকে আটক করে কাপাসিয়া থানায় সোপর্দ করেছিল। মামলার আসামীরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ (৪৫) ও তাঁর ভাগিনা বানারহাওলা গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে আসফি রাইয়ান খান (২০), কাপাসিয়া গ্রামের আদম আলীর ছেলে মোঃ জাহাঙ্গীর হোসেন (৩৫) ও আল আমিন সোহাগ (২২), দিগদাপাড়া গ্রামের মৃত হাসান আলী বেপারির ছেলে সিরাজুল ইসলাম (৩৯), পাবুর গ্রামের কামাল বেপারীর ছেলে বাবু বেপারী (২৩), জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন শিশির (৩২), সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম (৩৫), খোদাদিয়া গ্রামের আকরাম হোসেন (৪৪), কড়িহাতা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মনির হোসেন (৪৮), চাঁদপুর ইউনিয়ন যুবদল সদস্য সচিব জালাল উদ্দিন (৪৫), সদর ইউনিয়নের ০৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকারিয়া খান (৪৫), তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, ০৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি তানভীর, জালিশা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে আওলাদ হোসেন শেখ, উত্তরখামের গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোফাজ্জল হোসেন খান, মৈশন গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে আ ন ম শফিকুল ইসলাম চৌধুরী জ্যাকি, সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহিবুর রহমান ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, দুর্গাপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ মারুফ।

রোববার দুপুরে এ হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে গাজীপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন গাজীপুরে কর্মরত সাংবাদিকগণ। এ সময় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মজিবুর রহমান, সিনিয়র সহ সভাপতি এইচ এম দেলোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, আলমগীর হোসেন, রুহুল আমীন সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসমত আলী, বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার প্রমুখ।

মানববন্ধন শেষ হলে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল গাজীপুর প্রেসক্লাবে হাজির হয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ঘটনায় বিএনপির হাইকমান্ড দুঃখ প্রকাশ করেছেন জানিয়ে তিনি বলেন, ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নিবেনা। প্রকৃতপক্ষে যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, এ মামলার এজাহারভুক্ত আসামী হিসেবে উপজেলা স্বেচ্ছসেবক দলের আহবায়ক মোঃ ফরিদ শেখ ও তার ভাগিনা আসফি রাইয়ান খানকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে উপজেলা বিএনপির বিবদমান একটি গ্রুপের মতবিনিময় সভার সংবাদ সংগ্রহের কাজে গাজীপুর থেকে ১২—১৩ জন সাংবাদিক কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের চেরাগআলী বাজার এলাকায় যায়। অনুষ্ঠানটি যথাসময়ে শুরু হয়ে দুপুর সোয়া ১টার সময় শেষ হলে নেতা—কর্মীরা যার যার গন্তব্যে চলে যান। পরে আয়োজকরা সাংবাদিকদের দুপুরের খাবার পরিবেশনকালে ১৫—২০ জন যুবক এসে তাদের উপর হামলা চালায়।

এসময় যমুনা টেলিভিশনের ক্যামেরা পার্সন রকি হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিম ও ডিএসবি পুলিশ সদস্য মোঃ খোরশেদ আলমসহ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন বলে দাবি করা হয়।
আপনার জেলার সংবাদ পড়তে