কারাগারে নুসরাত ফারিয়া

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০১:০৭ পিএম
কারাগারে নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার জামিন শুনানির জন্য আগামী ২২মে ধার্য করা হয়েছে।

সোমবার সকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে ভাটারা থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। তখন এক পর্যায়ে ঘোষণা আসে আজ সোমবার তাকে আদালতে তোলা হবে। এরই প্রেক্ষিতে আদালত আজ তাকে কারাগারে নেওয়ার নির্দেশ দিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে