দৌলতপুরে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলাদৌলতপুরে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০২:০০ পিএম
দৌলতপুরে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলাদৌলতপুরে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টায় মামলা

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরী নগর গ্রামের মোঃ শাকিল হোসেনের  নয় বছরের শিশু কন্যা পঞ্চম শ্রেণীর  ছাত্রীকে  গত ১৫ ই  মে দুপুরের দিকে বাড়ির পার্শ্ববতী মোঃ খলিল 

বিশ্বাস (৫৬) ফুসলিয়ে ও বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে জোর পূর্বক অস্ত্রের বুকে জিম্মি করে ধর্ষণের চেষ্টা চালায়।  এ সময়  নয় বছরের  ঐ।শিশু কন্যার চিৎকারে তার  মা মোছাঃ সুমাইয়া খাতুন পার্শ্ববর্তী লোকজন নিয়ে খলিল বিশ্বাসের বাড়ির থেকে তার কন্যাকে বীবাস্ত্র অবস্থায় উদ্ধার করে এ সময় অভিযুক্ত খলিল বিশ্বাস তার বাড়ি থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে এ ব্যাপারে সাকিল হোসেনের স্ত্রী 

মোছাঃ সুমাইয়া খাতুন বাদী হয়ে মোঃ খলিল বিশ্বাস কে আসামি করে রোববার রাতে

দৌলতপুর থানায় মামলা দায়ের করেছে। 

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ জানায় 

অভিযুক্ত আসামি মোঃ খলিল বিশ্বাস পলাতক রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে