কাপাসিয়ায় মেডিকেয়ার জেনারেল হাসপাতালের উদ্বোধন

এফএনএস (এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর) :
: | আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০২:৫১ এএম
কাপাসিয়ায় মেডিকেয়ার জেনারেল হাসপাতালের উদ্বোধন

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরে মেডিকেয়ার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মিতালী মার্কেটে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ডাঃ মাহমুদুল হাসান সুজনের নেতৃত্বে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বেশ কয়েকজন চিকিৎসক আধুনিক মানের চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করেন। তইয়ুবুর রহমানের পরিচালনায় সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ ও মিতালী মার্কেট ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব কাজী আফতাব উদ্দিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, মেডিকেয়ার হাসপাতালের উদ্যোক্তা ডাঃ মাহমুদুল হাসান সুজন, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তপন মাহমুদ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির নেতা মীর মাসুদ করিম, বিএনপি নেতা অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, বিএনপি নেতা জহিরুল ইসলাম ফকির, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিবুর রহমান প্রমুখ। 

বক্তারা মেডিকেয়ার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা আশা করেন। কর্তৃপক্ষ তাদের সেবার মান ধরে রাখতে নিশ্চয়তা প্রদান করেন।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে