একজন সৎ আদর্শবান, সমাজ সেবক, সফল ব্যবসায়ী, পরোপকারী, উচ্চ শিক্ষিত এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মোল্লা মো: আব্দুল্লাহ। বিএনপির জন্মলগ্ন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদীদলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছেন।
আলহাজ্ব মোল্লা মো: আব্দুল্লাহ সাংবাদিকদের একান্ত সাক্ষাতকারে জানান, তিনি ঢাকায়স্থ বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ফোরামের বারবার নির্বাচিত সভাপতি, সাবেক বাগেরহাট জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন, এছাড়া তিনি চিতলমারী উপজেলা বিএনপি এর সাবেক নির্বাহী সদস্য ছিলেন। জুলাই বৈষম্য বিরোধি আন্দোলনে ঢাকার রাজপথে তার সক্রীয় অংশ গ্রহণ ছিলো বলে জানান।
মোল্লা মো: আব্দুল্লাহ বলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালিন সময় থেকে সু-দিন ও দুর্দিনে সক্রীয় অংশ গ্রহণ এবং নেতা-কর্মীদের মামলা মোকর্দ্দমায় আর্থিক সহ-যোগিতার পাশা-পাশি প্রতিটি কর্মকান্ডে পাশে ছিলাম এখনও আছি। তাই আসন্ন চিতলমারী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৫ এ সভাপতি প্রার্থী হিসেবে উপজেলা বিএনপি এর সকল নেতা-কর্মীও সমার্থকদের সার্বিক সহ-যোগিতা কামনা করছি।
জন্ম - লেখাপড়া ও বেড়ে ওঠা ঃ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১১আগষ্ঠ ১৯৫৩ সালে আলহাজ্ব মোল্লা মো: আব্দুল্লাহ জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম সুফী- আলহাজ্ব হাবিবুর রহমান (সুফী সাহেব) ছিলেন একজন সৎ ও ধার্মিক ব্যক্তি। বাবার অনুপ্রেরণায় আলহাজ্ব মোল্লা মো: আব্দুল্লাহ’র বেড়ে ওঠা। ছোটকালে বাবার প্রতিষ্ঠিত মক্তব্যে পড়া-লেখার মধ্যে দিয়ে তিনি শিক্ষা জীবণ শুরু করেন। বড়বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক পাঠ শেষ করে ঢাকার খিঁলগাও সরকারি হাইস্কুল থেকে এস.এস.সি এবং ঢাকা কলেজ থেকে এইস.এস.সি পাশ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাস্ট্রবিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স শেষ করেণ।
সামাজিক অবস্থান ঃ আলহাজ্ব মোল্লা মো: আব্দুল্লাহ তার পিতার ন্যায় একজন সমাজসেবী হিসেবে সমাজে পরিচিত। তিনি পিতার প্রতিষ্ঠা করা মক্তবটি প্রথমে আলিয়া মাদ্রসা, পরবর্তীতে ফাজিল মাদ্রাসায় রুপান্তরিত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। বড়বাড়িয়া আইডিয়াল কমার্স কলেজের তিনি ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকার কেরানীগঞ্জের তে-ঘড়িয়া বাসস্ট্যান্ড জামে মসজিদের প্রতিষ্ঠাতা, এছাড়া তিনি বড়বাড়িয়া কবরস্থান প্রতিষ্ঠাসহ নানাবিধ সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত রয়েছেন।
পারিবারিক পরিচয় ঃ পারিবারিক জীবনেও মোল্লা মো: আব্দুল্লাহ একজন আদর্শবান পিতা, দুই ছেলে-দুইমেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার পরিবার। দুই মেয়ে উচ্চ শিক্ষিত, বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন, ছোট ছেলে আব্দুল্লা আল মাহামুদ ও তার স্ত্রী ইশা উভয়ই ঢাকা হাই কোর্টের ব্যারিস্টার হিসেবে আইন পেশার সাথে জড়িত আছেন।