গাজীপুরের কালিয়াকৈরের কৃতি সন্তান ইকরামুল হাসান শাকিল (২৭) আজ এভারেস্ট জয় করে সপ্তম বাংলাদেশী হিসেবে এভারেস্ট চুড়ায় নাম লেখালেন তিনি। ইকরামুল হাসান শাকিলের এই বিজয়ের অংশিদার হিসেবে কালিয়াকৈরবাসী আনন্দ উৎসবে মেতে উঠেছে।খুশীতে অনেকে মিষ্টি বিতরন করছেন।
ইকরামুল হাসান শাকিল আজ থেকে ৮৪দিন পুর্বে কক্সবাজারের সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেটে যাত্রা শুরু করেন।পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈরে তার নিজ এলাকায় পৌঁছে সবার কাছ থেকে দোয়া নিয়ে আবার পথচলতে থাকেন।এভাবে পথচলে আজ সোমবার মাউন্ট এভারেস্টের চুড়ায় মাথা উচু করে দাড়ালেন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামের ইকরামুল হাসান শাকিল।
তার পিতা খবির উদ্দিন জানান শাকিল ছোট কাল থেকেই পাহাড় পর্বতে উঠতে পছন্দ করত। দিন দিন পর্বত আরোহন ও নতুন রেকর্ড গড়া তার নেশায় পরিনত হয়। শাকিল স্থানীয় প্রাথমিক বিদ্যালয় পাশ করে গ্রামের হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন।পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে পাহাড় পর্বত নিয়ে সময় কাটানোয় লেখা পড়া শেষ করা হয়ে উঠেনি। ইকরামুল হাসান শাকিল ইতিপূর্বেও এভারেস্টে আরোহন করেছিলেন।কিন্তু এবার এতো অল্প সময়ে পায়ে হেঁটে সমুদ্র পৃষ্ঠ থেকে এভারেস্টের সর্বোচ্চ চুড়ায় আরোহন করে বিশ্ব রেকর্ড গড়েছেন।