কুমারখালীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

এফএনএস (গোলাম কিবরিয়া মাসুম; কুষ্টিয়া): | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৪:২৬ পিএম
কুমারখালীতে ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে ইটবোঝাই ট্রাক্টরের চাপায় সুরুজ আহমেদ (২৩) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।সোমবার (১৯ মে) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি একই উপজেলার লালন শাহ মাজোর সংলগ্ন ছেউড়িয়া কারিগরপাড়া গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সুরুজ আহমেদ মোটরসাইকেল যোগে কুমারখালী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও কুষ্টিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

দুর্ঘটনার বিষয়ে কুমারখালী থানার (ওসি) মোঃ সোলায়মান শেখ জানান, কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের সামনে ট্রাক্টরের চাপায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে