সীতাকুণ্ডে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৫:৫৪ পিএম
সীতাকুণ্ডে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে সৈয়দপুর ইউনিয়নে শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যাবসায়ী আলাউদ্দিন রুবেলকে এলাকাবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

রবিবার ১৮ মে দুপুর সাড়ে ১২ টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঐ এলাকারই কৃতি সন্তান এবং অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকে এডহক কমিটির সভাপতি হিসেবে পেয়ে সকলে উচ্ছসিত হন। সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত হলে শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে হে মহান অতিথি স্বাগত গান গেয়েছেন ।

সংবর্ধনা অনুষ্ঠানে এডহক কমিটির সভাপতি আলাউদ্দিন রুবেল বলেন, আমার শৈশব প্রিয় বিদ্যাপিঠ এই শেখের হাট উচ্চ বিদ্যালয়ে কেটেছে। প্রত্যন্ত অঞ্চলের হওয়ায় উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় এই বিদ্যালয়টি নানান সমস্যায় জর্জরিত ছিল। আজকে আপনাদের কাছে থেকে আমি অত্র বিদ্যালয়ের নানান সমস্যার পাশাপাশি সম্ভাবনার কথাগুলোও শুনেছি। আমি আন্তরিকভাবে চেষ্টা করব সমস্যাগুলো সমাধান করে এ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের মাধ্যমে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে। এজন্য এ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পরামর্শে আগামীতে সকল কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করব। আমাদের সকলের একমাত্র লক্ষ্য হবে প্রত্যেক শ্রেণীতে ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ ফলাফল অর্জন। 


শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকরের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানেউ বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক এডভোকেট আইনুল কামাল, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্লাহ, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ইসমাঈল হোসেন, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আলাউদ্দিন মাসুম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উত্তর জেলার আহ্বায়ক বাবু জিতেন্দ্র নারায়ণ নাটু, বিদ্যালয়ের দাতা সদস্য আবু তাহের, পৌর যুবদলের সংগঠক তানভীর ফয়সাল প্রমুখ নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে