দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের ৪ কর্মকর্তার সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ মে) ভোর আনুমানিক সাড়ে ৬ টার দিকে বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ২৬ মাইল বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পথে ১জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত ৩জন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন, ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ও ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং গাড়িচালক আরিফুল ইসলাম মানিক(৩২)।
আহতরা হলেন, ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দ নগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার(৫০), আল মামুন(৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বাবলু ফার্ম এলাকায় একটি নোয়া মাইক্রোবাস পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। আমরা স্থানীয়রা কয়েক জন তাদের উদ্ধার করে হাসপালে ভর্তি করি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, একটি মাইক্রোবাস ও মালবাহী সিমেন্ট বোঝাই ১০ চাকার ট্রাক মুখোমুখি সংঘর্ষ ভোর আনুমানিক ৬ টা থেকে সাড়ে ৬ টার সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সকালে প্রচন্ড বৃষ্টি ছিল, হয়তোবা মাইক্রোবাসটি ঊর্ধ্ব গতিতে চলছিল। এ মহাসড়কের রাস্তাটি অত্যন্ত ন্যরো, আমরা এ সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ তৎপর রয়েছে। এ বিষয়ে দুর্ঘটনা আইনে একটি মামলা হবে। আমরা তদন্ত করে দেখব আসলে এটি কি কারনে ঘটনাটি ঘটেছে। কারাদোষী সেই অনুযায়ী পুলিশে রিপোর্ট করব। রাস্তাটি অত্যন্ত ন্যারো তাই রোডসেন হাইওয়ে পুলিশের সাথে কথা বলব। রোড সেন হাইওয়ে পুলিশ রাস্তাটি যেন সংস্কার করে এ ব্যাপারে আমরা চিঠি করব।