বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত পিরোজপুরে এক দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক এ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
পিরোজপুর সার্কিট হাউজ মিলনায়তনে আজ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসক মোহম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম প্রেস কাউন্সিলের কার্যক্রম ও সংবাদ মাধ্যমের দায়িত্ব বিষয়ে বলেন, যারা আমাদের স্টেকহোল্ডার, তাদের কথা যদি আমরা না শুনি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে না। শুধু সংবাদিক নয়, প্রত্যেক পেশার মানুষকে দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, দলীয় রাজনীতির উর্ধে উঠতে হবে। দলীয় রাজনীতিকে পেশার সাথে জড়ালে ভালো কিছু করা সম্ভব নয়। আমরা যদি দায়িত্বশীল না হই তাহলে জুলাই-আগস্টে ঝড়েছে তা বিফলে যাবে। তিনি প্রসঙ্গক্রমে প্রশ্ন রেখে বলেন আমরা যদি না বদলাই তাহলে কি রক্ত ঝড়তেই থাকবে। না তা হবে না। আমাদেরকে বদলাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের ও স্বাগত বক্তব্য দেন পিরোজপুর জেলা তথ্য কর্মকর্তা পরিক্ষিত চৌধুরী।
পরে রিসোর্স পার্সন হিসেবে প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ও সচিব মো: আব্দুস সবুর দুটি সেশনে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন এবং অংশগ্রহনকারী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। প্রশ্নোত্তর পর্ব শেষে অংশগ্রহনকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে বিকেল ৪ টায় তিনি পিরোজপুর প্রেসক্লাব ভবনে যান এবং সেখানে প্রেসক্লাব সদস্যদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, সচিব মো: আব্দুস সবুর, প্রেসক্লাব সাধারন সম্পাদক এস এম তানভীর আহমেদ ও সাবেক সভাপতি মো: মুনিরুজ্জামান নাসিম আলী।