বিরলে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১৯ মে, ২০২৫, ০৬:৪৬ পিএম
বিরলে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ

বিরলে ক্ষুুদ্র উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দক্ষতা উন্নয়নমূলক ৩ দিন ব্যাপী শাক-সবজি বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিরলস্থ দপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি এর পল্লী প্রগতি কর্মসূচী এর কর্মসূচী পরিচালক ও যুগ্ম পরিচালক মিজানুর রহমান।

বিআরডিবি দিনাজপুরের উপপরিচালক মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুবল চন্দ্র রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে রোববার মূল্যবান দিক নির্দেশনায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম। ৩ দিন ব্যাপী শাক-সবজি বিষয়ক প্রশিক্ষণে মঙ্গলবার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হবে।

আপনার জেলার সংবাদ পড়তে