সাঙ্গু নদীর সাতকানিয়া অংশের কাঠগড় পয়েন্টে গোসল করতে নেমে এক রোহিঙ্গা যুবক হারিয়ে গেছে। ১৯ মে সোমবার বেলা আড়াই ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ করিম (২১)। সে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে।
জানা যায়, নিখোঁজ করিম সাঙ্গু নদীর কাছাকাছি পূর্ব কাটগড় এলাকার শাহেদ নামক এক ব্যক্তির মুরগীর খামারে চাকরি করত। সোমবার সে দুপুরের খাবার গ্রহণের পর স্থানীয় কয়েকজনের সাথে সাঙ্গু নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ সাতরানোর পর এক পর্যায়ে নদীর তলদেশে তলিয়ে যায়।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, "আনুমানিক বেলা আড়াইটায় যুবকটি নদীতে নিখোঁজ হয়। আমরা পুরো টীম এবং চট্টগ্রাম শহর হতে আগত ৫ সদস্য বিশিষ্ট ডুবুরী টিম যৌথভাবে মাগরিব পর্যন্ত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেও খোঁজ মিলেনি। রাতে অনুসন্ধান নিষেধ থাকায় মঙ্গলবার আবার শুরু করা হবে। ডুবুরী টিম সাতকানিয়ায় অবস্থান করবে। রাতে খোঁজ মিললেও উদ্ধারের পদক্ষেপ নেয়া হবে।"