খুলনা ডিসি অফিসের রাজস্ব শাখার দুনীর্তির তদন্ত শুরু

এফএনএস (এফএনএস (এম এ আজিম; খুলনা) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৩:১৬ এএম
খুলনা ডিসি অফিসের রাজস্ব শাখার দুনীর্তির তদন্ত শুরু

খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার প্রধান সহকারী মোঃ নাছিমুল হক গাজীর বিরুেদ্ধ নানা দুনীর্তির অভিযােগ উঠেছে। তার দুনীর্তির তদন্তে খুলনা জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় খুলনার সংস্থাপন শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মোঃ কবির হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব বরাবর মোঃ নাছিমুল হক গাজীর বিরুেদ্ধ একটি দুনীর্তির অভিযোগ দায়ের করেন। তার বিরুদ্ধে অভিযোগ মোতাবেক জেলা প্রশাসক খুলনাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছে জনপ্রশাসন  মন্ত্রণালয়। জেলা প্রশাসক খুলনা সহকারী কমিশনার ভূমি সদরকে তদন্তের জন্য নির্দেশ দেন। নির্দেশ অনুসারে আগামী আগামীকাল ১৭ ডিসেম্বর ২০২৪ বিকাল ৪ ঘটিকার সময় তদন্ত শুরু হবে। স্মারক নং ৩১,৪৪,৪৭৫১,০০০,১৬,০০১,২৪-৪৬০ তাং- ১১/১২/২০২৪ইং এই তথ্য নিশ্চিত করতে গেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সদর ভূমি অফিসের এক কর্মচারী নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, মোঃ নাছিমুল হক গাজী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব মোঃ ইউসুফ হারুন এর আস্তাভাজন ছিলেন মোঃ ইউসুফ হারুনকে দেখে শুনে বটিয়াঘাটা উপজেলায় বিলাসবহুল বাগান বাড়ী কিনে দেন এবং দেখাশুনা করেন। মোঃ ইউসুফ হারুন খুলনার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক থাকাকালীন সময় থেকেই তার সাথে পরিচয়। তার সুবাদে ও ইউসুফ হারুন এর ক্ষমতা বলে সে চাকুরী জীবনে তার পছন্দ মতো জায়গায় চাকুরী করছে। তাকে কেউ বদলী করতে পারেনি। তার নিজের নামে বটিয়াঘাটা উপজেলার চরকাখালী মল্লিকের মোড়, খুলনা গল্লামারী আলকাতরা মিলের পিছনে বিলাসবহুল ৪তলা বাড়ী, পাইকগাছায় বিলান জমি, ঘের আছে এবং সে ঠিকাদারী ও করে। অফিসের সাবেক জনপ্রশাসন সচিব মোঃ ইউসুফ হারুন এর নাম ভাঙ্গিয়ে এই সকল কাজ করেছে বিধায় ভয়ে কেহ মুখ খোলে না। পূর্বে তার পারিবারিক অবস্থা ভালো ছিল না। এখনও তাহার পছন্দ মতো রাজস্ব শাখায় আছে। তাকে দেখার মতো কেহ নেই।

আপনার জেলার সংবাদ পড়তে