জন্মদিনে বেলুন গলায় আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) :
| আপডেট: ২০ মে, ২০২৫, ০১:০১ পিএম | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০১:০১ পিএম
জন্মদিনে বেলুন গলায় আটকে ৭ মাসের শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মদিনের বেলুন গলায় আটকে ৭ মাস বয়সী রাফসা নামে এক ফুটফুটে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ মে) রাত সাড়ে ৮ টায় উপজেলার বরবাড়ীয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু রাফসা ওই এলাকার মোঃ রনি মিয়ার মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মাহাবুল আলম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুকন্যা রাফসার বড়ভাই ইহানের চতুর্থ জন্মদিন ছিল সোমবার। এ উপলক্ষে পরিবারের সদস্যরা ইহানের জন্মদিন পালনের প্রস্তুতি নেন। সেই অনুযায়ী রাত সাড়ে ৮ টার দিকে ইহানের বাবাসহ সবাই বেলুন ফুলিয়ে ঘর সাঁজাতে ব্যস্ত ছিলেন। এদিকে শিশু রাফসা খাটের উপর বসে খেলছিল এবং সবার অজান্তে রাফসা মুখে বেলুন দেয়, যা দুর্ঘটনাক্রমে গলায় আটকে যায়। এসময় পরিবারের সদস্যরা তাৎক্ষণিক বুঝতে পেরে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই শিশুটি মারা যায়।

এ ঘটনায় পরিবার সহ ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে