রংপুরের তারাগঞ্জে হারিয়ারকুঠি ইউনিয়নের ২ নং মুন্সিপাড়া গ্রামের প্রায় ১৫টি পরিবার কয়েক দিনের ভারী বর্ষনে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পানি বন্দি অবস্থায় তিন দিন ধরে আছে। বৃষ্টির পানি সরবারাহের কোন ড্রেন ও পানি বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বর্তমানে ওই গ্রামের যাওয়ার রাস্তায় প্রায় হাঁটু পর্যন্ত পানি। পানি সরবরাহ ব্যবস্থা করা না হলে বদ্ধ পানিতে দুর্গন্ধের সৃষ্টি হয়ে এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
সরে জমিনে গিয়ে দেখা যায়, মুন্সিপাড়া থেকে বড়বাড়ি গ্রাম যাওয়ার রাস্তায় প্রায় এক হাঁটু পানি। সেই পানি সরবারাহ কিংবা বের হওয়ার কোন ব্যবস্থা নাই। এর আগে এই পানিগুলো আকবর আলী নামে একজনের জমির উপর দিয়ে বাইরে বের হয়ে যেত। কিন্তু আকবর আলী তার জমিতে দিয়ে পানি বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় ফলে সেই পানি বের হতে না পেরে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দা সাজু মিয়া বলেন, কয়েক দিনের ভারী বর্ষণে পানি বের হওয়ার কোন ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এই পাড়ার প্রায় ২০ টি পরিবার আজ তিন দিন ধরে পানিবন্দী অবস্থায় আছে। এর পুর্বে পানি বের হওয়ার একমাত্র রাস্তা আকবর আলীর জমির উপর দিয়ে যেত। কিন্তু সে তার জমির উপর দিয়ে এই পানি বের হতে দিবে না। আর কোন বিকল্প রাস্তা না থাকায় এ জলাবদ্ধতারর সৃষ্টি হয়েছে। এতে করে আমাদের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। পানি সরবরাহ ব্যবস্থা করে দিলে এই সমস্যা লাঘব হবে।
স্থানীয় ইউপি সদস্য মুস্তাফিজুর রহমান বলেন গত বছরেও বর্ষার সময় এই সমস্যা সৃষ্টি হয়েছিল। আকবার আলী তার জমির উপর দিয়ে এই পানি বের হতে দিবে না। এলাকার সবার সিদ্ধান্ত মোতাবেক এবং চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে রাস্তার মাঝ দিয়ে ড্রেন নির্মাণ করে পানি বের করে দিয়েছিলাম। এবারও একই সমস্যা সৃষ্টি হয়েছে দেখি সবার সঙ্গে আলোচনা করে এর সমাধান বের করতে হবে।