পাঠক মেলা ঘোড়াঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৩:২২ পিএম
পাঠক মেলা ঘোড়াঘাট উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

মজলুম ও সাহসী সাংবাদিকতার প্রতীক ড.মাহমুদুর রহমান সম্পাদিত দৈনিক আমার দেশ পত্রিকার পাঠকমেলা ঘোড়াঘাট উপজেলায় ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রোববার ১৯মে বিকেল ৫টায় রাজিয়া চৌধুরী পাইলট বালিকা বিদ্যালয়ের সভা কক্ষে এ উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার দেশের ঘোড়াঘাট উপজেলা প্রতিনিধি ও ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর। প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট কে,সি স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান। বক্তব্য দেন আর,সি,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানুর আলম, প্রভাষক জুবায়ের আলম, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, জালাল খান বকুল ,আনোয়ার  হোসেন ডাবলু, সাবেক কাউন্সিলর ও সাংবাদিক আয়েশা সিদ্দিকা। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে পাঠক মেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কবি, লেখক ও প্রকৌশলী আব্দুল হাদি, যুগ্ন আহ্বায়ক হলেন মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মাসুম আলী শাহ, কবি ও সাংবাদিক ফিরোজ কবির ও শিশু স্বর্গ বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ব্যবসা’পনা পরিচালক কাজী কাদের। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও সঙ্গীত শিল্পি শাহ আলম।

আপনার জেলার সংবাদ পড়তে