ইন্দুরকানী উপজেলা বিএনপির ওয়ার্ড সম্মেলন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৩:২৪ পিএম
ইন্দুরকানী উপজেলা বিএনপির ওয়ার্ড সম্মেলন

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির ৫নং চন্ডিপুর ইউনিয়নে ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,

সম্মেলনের উদ্বোধন করেন ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির আহবায়ক মো. ফরিদ আহম্মেদ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।

ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ হাই জোমাদ্দারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাফায়েত হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ওসাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু, যুগ্ন আহবায়ক মাস্তান হাফিজ, আহসানুল হক ছগীর, এইচ এম ফারুক হোসাইন, শাহরিয়ার সোহেল, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল।

এসময়ে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক  মোঃ কাজী রওনাকুল ইসলাম টিপু, জেলা সম্মেলন প্রস্তুত কমিটির সহকারী সমন্বয়ক আব্দুস সালাম, জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক রেহেনা হাফিজ, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, ছাত্রদলের আহবায়ক আল আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম জুয়েল রানা, শ্রমিকদলের আহবায়ক আবুল কালাম মৃধা,  ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম, সাইমুন আহমেদ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক বরকত উল্লাহ খান, কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ হাওলাদার, সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম বাবু, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে