আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ফার্মেসী অর্থদন্ড করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচলানা করা হয়েছে। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আড়াইহাজার সদর বাজারের আলআমিন ফার্মেসী ৩০ হাজার এবং জামাল ফার্মেসীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
সহকারী কমিশণার (ভূমি) নঈম উদ্দিন জানান, আমাদের নিকট দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছে বিভিন্ন বাজারে মেয়াদ উত্তীর্ণ- আনরেজিস্ট্রার্ড এবং লাইসেন্সবিহীন দোকানে ওষুধ বিক্রি হচ্ছে। সেই খবরের অভিযানের সত্যতা পেয়ে উক্ত দুই ফার্সেমীকে অর্থদন্ড করা হয়। অভিযানের খবর পেয়ে বাজারের বেশীর ভাগ ফার্মেসী বন্ধ করে চলে যায়।
তিনি আরও জানান,আগামী এক মাসের মধ্যে ফার্সেমীর সকল কাগজপত্র ঠিক না করলে আমরা আবারও অভিযান পরিচালনা করা হবে। তাদের এক মাসের সময় দেওয়া হয়েছে।