দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক সেমিনার

এফএনএস (সৈয়দ জাহিদুজ্জামান; দিঘলিয়া, খুলনা) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৪:১২ পিএম
দিঘলিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক সেমিনার

দিঘলিয়ায় সেনহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এসএসসি/সমমান পরীক্ষার্থীদের সমাপনী পরীক্ষা শেষে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্টিত হয়েছে। 

সোমবার (১৯ মে) সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলার সেনহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফজলুল হকের সভাপতিত্বে উক্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, সেনহাটি আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, সেনহাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক হাবিবুর রহমান, পানিগাতী ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, পানিগাতী হাসানিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ কায়সুর রহমান, আলহাজ সারোয়ার খান ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ফজলে ইলাহী, সেনহাটি টিটিসির ইনস্ট্রাক্টর প্লাম্বিং ও মেশন খান মোঃ দেলোয়ার হোসেন, সুগন্ধী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইকরামুল কবির রানা, বিশিষ্ট সমাজ সেবক আলমগীর হোসেন, মিয়াপাড়া জামে মসজিদের ইমাম সোবহান মাহমুদ, আলমগীর হোসেন প্রমুখ। এর আগে প্রধান অতিথি সেনহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হওয়া বিভিন্ন কোর্স ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি বলেন, একটি দেশ ও জাতিকে উন্নত রাস্ট্রে পরিণত করতে হলে দক্ষতার অনুশীলন ব্যতীত সম্ভব নয়। একটি দক্ষ জাতিই পারে তাদের ভাগ্য পরিবর্তন ও জীবনমানের উন্নয়ন ঘটাতে। তাইতো পিছিয়ে পড়া সব শ্রেণি পেশার মানুষকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ভাগ্যের উন্নয়ন ও দেশের উন্নয়নে অবদান রাখার জন্য সরকারিভাবে এ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করা। দেশের যুব সমাজকে জনসম্পদে রুপান্তর ঘটানোর জন্য তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তির জন্য সবাইকে যার যার অবস্থান থেকে চেষ্টা চালাতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে