পাকুন্দিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চফলশীল ধান আবাদে প্রশিক্ষণ

এফএনএস (রাজন সরকার; পাকুন্দিয়া, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৪:১৭ পিএম
পাকুন্দিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চফলশীল ধান আবাদে প্রশিক্ষণ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ও খরা সহিঞ্চু ধানের জাত বিনাধান-১৯ ও বিনাধান-২১ এর পরিচিতি ও উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলা কৃষি সম্প্রধারণ অধিদপ্তরের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আয়োজনে বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানীরা অংশ নেয়।  

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর-ই-আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের সিএসও এবং বিভাগীয় প্রধান ড. মো. ইব্রাহিম খলিল। ভার্চ্যুয়ালী বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার। 

ফলিত গবেষণা ও সম্প্রসারণ বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলকার নাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, উদ্ভিদ প্রজনন বিভাগের পিএসও এবং বিভাগীয় প্রধান ড. ফাহমিনা ইয়াসমিন। 

প্রশিক্ষণে বক্তারা বলেন, বিনাধান-১৯ ও বিনাধান-২১ উচ্চফলশীন খরাসহিঞ্চু আউশ জাতের ধান। এই ফসল উৎপাদনে এ উপজেলায় যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ সময় চাষ উপযোগি জমি, চাষাবাদ পদ্ধতি, চাষাবাদের সময়, বীজের হার, বীজ বাছাই ও শোধন, বীজতলা তৈরী, চারার বয়স ও রোপন পদ্ধতি, পরিচর্চা, রোগ ও পোকা-মাকড় দমন, ফসল কর্তন ও বীজ সংরক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও বিনা’র বাদাম ও লেবু চাষ সহ অন্যান্য ফসল আবাদ করতে কৃষকদের উদ্ভুদ্ধ করেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে