নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের করা মামলা প্রতাহারের দাবি

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৪:১৯ পিএম
নাগেশ্বরীতে মাদক নির্মূল ও মাদক ব্যবসায়ীদের করা মামলা প্রতাহারের দাবি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমাজের সর্বস্তরের মাদক নির্মূল ও সাঞ্জুয়ারভিটা’র মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ। মঙ্গলবার (২০ মে) বেলা ১১টায় কুড়িগ্রাম ভূরুঙ্গামারী সড়কের নাগেশ্বরী উপজেলা গেইটের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা। 

মানববন্ধনে বক্তারা, অবিলম্বে এই উপজেলা থেকে মাদক নির্মূল করতে হবে এবং মাদক ক্যবসায়ীদের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মান্নান, বণিক সমিতর সহ-সাধারণ সম্পাদক হাজ্বী সোহেল, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা শাথার আহ্বায়ক মেহেদী হাসান, যুগ্ম আহ্বায়ক সানাউল কবীর স্বাদ, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান মিমি, মুখ্য সংগঠক মোবাশ্বের হোসেনসহ অনেকে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে