কয়রা সদর ইউনিয়নে জলবায়ু পরিবর্তন জনিত অভ্যন্তরীন মাইগ্রেশন ও অভিবাসন শীর্ষক বিষয়ে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ ও ডিআরআর সিসিএ প্রকল্পের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সর হলরুমে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগণের জীবন-জীবিকা নিরাপত্তা শক্তিশালীকরণ কার্যক্রমে এই গোলটেবিল বৈঠক অনু্ষ্িঠত হয়। প্যানেল চেয়ারম্যান মাসুম বিল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ। এতে আলোচনায় আরও
বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু হুরাইরা খোকন, শেখ সোহরাব হোসেন, হরেন্দ্রনাথ সরকার, শেখ আবুল কালাম, নাজমুছ সাদাত, সেলিনা আক্তার লাইলি, মুর্শিদা খাতুন, কারিতাস বাংলাদেশের এ্যডভোকিসি কো-অর্ডিনেটর কাকলী হালদার,মাঠ কর্মকর্তা মিজানুর রহমান, মিল্টন মন্ডল, মিলঅফিসার,সমাজসেবক শেখ জাহাঙ্গীর কবির টুলু, মিজানুর রহমান লিটন, মোল্যা মনিরুজ্জামান মনি প্রমুখ। গোলটেবিল বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক,এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভ্যন্তরীণ অভিবাসন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বৃক্ষরোপণ, প্লাস্টিক ও পলিথিন ব্যবহার হ্রাস, জৈব সার ব্যবহারে ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া দুর্যোগ সহনশীল গৃহ নির্মান, খাদ্য ও পানি অপচয় রোধ করা, সৌরশক্তির ব্যবহার ও বিদ্যুৎ শাশ্রয়ী করা গেলে দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব হবে।