দিনাজপুুরের পার্বতীপুরে স্মার্ট কৃষির আওতায় উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে দিনব্যাপী র্শীষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে গ্রাম বিকাশ কেন্দ্রের সহযোগি প্রতিষ্ঠান জি এগ্রো সলিউশনের উদ্যোগে জি এগ্রো সলিউশনের প্রশিক্ষণ সভাকক্ষে অনুষ্ঠিত স্মার্ট কৃষির আওতায় উদ্যোক্তা উন্নয়ন কর্মশালায় ৪৩ কৃষক অংশ গ্রহন করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো: রাজিব হুসাইন। এসময় তিনি বলেন, আগাম সব্জি উৎপাদন নি:সন্দেহে লাভজনক তবে এক্ষেত্রে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন কোম্পানির এখন নানা ধরনের শাকসবজির মানসন্মত খরা ও বৃষ্টি সহনশীল জাত রয়েছে। এসময় প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ আউয়াল সরকার পার্বতীপুর উপজেলার বাণিজ্যিক কৃষির আওতায় এলাকার সফল কৃষকের কর্মকাণ্ড তুলে ধরেন। এছাড়াও উপস্থিত উদ্যোক্তার মতামতকে গূরত্ব দিয়ে চলতি বছরের জাত নির্বাচনের পরিকল্পনা করার পাশাপাশি আগাম সব্জি চাষের চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এসময় কর্মশালায় উপস্থিত ছিলেন, মার্কেটিং ম্যানেজার ননী গোপাল, ম্যানেজার অপারেশন জনাব নাবিল আরাফাত, কৃষি অফিসার সাইফুল ইসলাম, মার্কেটিং অফিসার ফিরোজ কবির, রুহুল আমিন ও রাসেল আহমেদ প্রমখ।