ইশরাকের শপথ আটকে দিতে হাইকোর্টে রিট, রায় বুধবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৫:৫২ পিএম
ইশরাকের শপথ আটকে দিতে হাইকোর্টে রিট,  রায় বুধবার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ ঠেকাতে হাইকোর্টে দায়ের করা একটি রিটের শুনানি সম্পন্ন হয়েছে। উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত রিটের ওপর আদেশের জন্য সময় নির্ধারণ করেছেন।

হাইকোর্টের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার (২০ মে) বিকেলে শুনানি শেষে আদেশের দিন ঠিক করেন বুধবার (২১ মে)।

উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ নিতে নিষেধ করে নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়। এ রিটটি দায়ের করেন ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা মো. মামুনুর রশিদ। তার পক্ষে আইনি লড়াইয়ে নেতৃত্ব দেন আইনজীবী কাজী আকবর আলী।

রিটে, ইশরাককে মেয়র ঘোষণা করা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও চাওয়া হয়। শুনানিতে রিট আবেদনকারীর আইনজীবীরা বলেন, ইশরাক হোসেনের পক্ষে যে আবেদন নির্বাচন ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল, তাতে বিভিন্ন অসঙ্গতি রয়েছে। অন্যদিকে, ইশরাকের আইনজীবীরা রিটের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

আইনজীবী মোহাম্মদ হোসেন রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন, আর ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন ও খান জিয়াউর রহমান।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে বিজয়ী হন। তবে গত ২৭ মার্চ, নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম ওই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। পরে ২২ এপ্রিল, নির্বাচন কমিশন গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং ২৭ এপ্রিল ইশরাককে নতুন মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে।

এই সিদ্ধান্তের পর থেকেই রাজধানীর নগরভবনের সামনে 'ঢাকাবাসী' ব্যানারে ইশরাককে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে