কুড়িগ্রামের রাজারহাটে পিস ইন্টারন্যাশনাল মাদরাসা উদ্বোধন ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭মে) বিকালে উপজেলার ছিনাই ইউনিয়নের সেলিম নগর মীরের বাড়ী এলাকায় পিস ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্বোধন ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে অধ্যক্ষ মজিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়েখ মুফতী কাজী মুহাম্মাদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আঃ মতিন ফারুকী, রাজারহাট উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, মাওলানা মোক্তার হোসেন, মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী ও মাওলানা আতিকুল আরেফিন প্রমুখ।