শাবি প্রেসক্লাবের ২০তম কমিটির অভিষেকে উচ্ছ্বাসের ছোঁয়া

এফএনএস (সিলেট): : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৭:১১ পিএম
শাবি প্রেসক্লাবের ২০তম কমিটির অভিষেকে উচ্ছ্বাসের ছোঁয়া

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’-এর ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জুবায়েদুল হক রবিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ।

গুরুত্বপূর্ণ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির এবং সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতেই ১৯তম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি রাহাত হাসান মিসকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম প্রতীকী দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে নতুন কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করেন।

উপাচার্য তার বক্তব্যে বলেন, “শাবি প্রেসক্লাব দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছে। তাদের ভূমিকা শুধু ক্যাম্পাসেই নয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসনীয়। আমি আশা করি, নতুন কমিটিও এই ঐতিহ্য ধরে রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় শিক্ষক, হল প্রভোস্ট, প্রক্টরিয়াল বডি, দপ্তরপ্রধানগণ, কর্মকর্তা ও কর্মচারী সংগঠনের নেতারা, সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা।

0 LIKE
0 LOVE
0 LOL
0 SAD
0 ANGRY
0 WOW
আপনার জেলার সংবাদ পড়তে