রংপুরে বিএসটিআই’র বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৭:১৮ পিএম
রংপুরে বিএসটিআই’র বিশ্ব মেট্রোলজি দিবস পালিত

রংপুরে ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ এই স্লোাগাকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও বিএসটিআই রংপুরের আয়োজনে  বিশ্ব মেট্রোলজি দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 মঙ্গলবার ২০ মে সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোঃ গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর জেলা ক্যাবের সভাপতি মোঃ আব্দুর রহমান। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রমিজ আলম। স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (রসায়ন) মোঃ মাহবুব রহমান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) মোঃ আবু জাফর বলেন,  বিএসটিআই, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ী সবাইকে একসাথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। মেয়াদ উত্তীর্ন পণ্যের ব্যবহার এবং কাপড় পরিমাপে গজ গিরা এর ব্যবহার বন্ধ করতে হবে। অতি মুনাফার মাধ্যমে ভোক্তা যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে বিষয়ে বিএসটিআইকে পদক্ষেপ নিতে হবে। শাস্তি প্রদানের পাশাপাশি সচেতনতা গড়ে তোলার দিকে নজর দিতে হবে। পাশাপাশি বিএসটিআই’র লোকবল বাড়ানোর মাধ্যমে বিএসটিআই এর সার্বিক কার্যক্রম জোরদার করতে হবে।   

 অনুষ্ঠানে বিএসটিআই রংপুরের কর্মকর্তা কর্মচারি ছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সরকারী/বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ এবং শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে