বাগেরহাটের চিতলমারী উপজেলার উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৭৫জন পাট চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে,উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল এর সভাপতিত্বে এ সময় প্রশিক্ষণ প্রদান করেন, ড.মনিরুজ্জামান অতিরিক্ত উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি বাগেরহাট, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সিফাত আল মারুফ, বাসুদেব হালদার পাট উন্নয়ন কর্মকর্তা খুলনা- বাগেরহাট অঞ্চল, শাপলা খাতুন মুখ্য পরিদর্শক পাট পরিদর্শক খুলনা- মোংলা, মোঃ মুজিবর রহমান পরিদর্শক পাট খুলনা অঞ্চল, সাথী হালদার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা চিতলমারী প্রমূখ।বাস্তবায়নে উপজেলা প্রশাসন চিতলমারী এবং পাট ও বস্ত্র ও পাট মন্ত্রণালয় অধিদপ্তর চিতলমারী। প্রশিক্ষণ পর উপজেলা নির্বাহী অফিসার তাপস পাল প্রশিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে অর্থ ও উপকরণ তুলে দেন।