কাপাসিয়ায় টোক ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ২০ মে, ২০২৫, ০৯:২৪ পিএম
কাপাসিয়ায় টোক ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের উদ্যোগে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, কিশোর অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার টোক ইউনিয়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল।

মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সভায় সংশ্লিষ্ট বিট অফিসার, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। বিট পুলিশং সভায় ওসি জয়নাল আবেদীন মন্ডল বলেন, আমরা যারা পুলিশের চাকরি করি, তারা এখানকার কেউ না। এই এলাকায় আপনারাই বসবাস করেন।

আমরা আপনাদের নিরাপত্তায় কাজ করি, যাতে আপনারা নিরাপদে ভালো থাকতে পারেন। পুলিশ একা চাইলে অপরাধ নিয়ন্ত্রণ বা নির্মূল করতে পারবে না আপনাদের সহযোগিতা ছাড়া। এজন্য আপনাদের সহযোগিতার প্রয়োজন। সমাজ থেকে মাদক চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমন ও আগামী ঈদ উল আযহা উপলক্ষে কোথাও যাতে কোন ধরনের অপরাধ চাঁদাবাজি সংগঠিত না হয় এজন্য পুলিশ নিরলসভাবে কাজ করচ্ছে।

ওসি এলাকায় কারা মাদকের সাথে জড়িত অথবা বিভিন্ন অপরাধমুলক কাজ করচ্ছে, তাদের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। সকলের সহযোগিতা পেলে পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সক্ষম হবে।
আপনার জেলার সংবাদ পড়তে