স্মার্টফোন দিয়ে ভালো ছবি তোলার টিপস

এফএনএস লাইফস্টাইল | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৮:২৪ এএম
স্মার্টফোন দিয়ে ভালো ছবি তোলার টিপস

বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি হালনাগাদ স্মার্টফোনে ভালো মানের ক্যামেরা যুক্ত থাকে। অনেকেই ভাবেন ক্যামেরা শক্তিশালী হলে, ছবিও ভালো হবে। কিন্তু তা মোটেও ঠিক নয়, ভালো ছবি তোলার জন্য ক্যামেরার পাশাপাশি বেশ কিছু কৌশলও জানা থাকা প্রয়োজন। চলুন জেনে নেওয়া যাক ভালো ছবি তোলার কিছু কৌশল সম্পর্কে-


আলোর যথাযথ ব্যবহার

একটি ছবিকে আকর্ষণীয় করে তোলার জন্য আলোর সঠিক ব্যবহার খুবই জরুরি। আর তাই ছবি তোলার সময় প্রথমেই প্রাকৃতিক আলোর যথাযথ ব্যবহারের চেষ্টা করতে হবে। প্রাকৃতিক আলোয় তোলা ছবি প্রাণবন্ত ও উজ্জ্বল হয়। এই ছবিগুলো আদর্শ বলেও বিবেচিত হয়। সম্ভব না হলে ফ্ল্যাশলাইট ব্যবহার করে ছবির উজ্জ্বলতা বাড়াতে হবে। ফ্ল্যাশলাইট শুধু ছবির নির্দিষ্ট স্থানকে বেশি ফোকাস করে, আর তাই ছবির বিষয়বস্তু অর্থবহ এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে আশপাশে যথেষ্ট আলোর ব্যবস্থা করতে হবে। 


প্রয়োজন ছাড়া জুম ব্যবহার না করা

ছবি তোলার সময় যতটুকু সম্ভব জুম এড়িয়ে চলাই ভালো। এতে ছবির গুণগত মান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সমস্যা সমাধানে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর কাছাকাছি গিয়ে ছবি তুলতে হবে।


ক্যামেরার সেটিংস ঠিক রাখা

অনেক স্মার্টফোনের ক্যামেরা সেটিংসে আইএসও, ফোকাস ও এক্সপোজার ম্যানুয়ালি নিয়ন্ত্রণের সুবিধা থাকে। ছবি তোলার আগে এগুলো ঠিকমতো সমন্বয় করলে ছবির সূক্ষ্ম বিষয়গুলোও আরও স্পষ্ট হয়ে ওঠে, প্রাণবন্ত হয়। রং হয় নিখুঁত, ঝাপসা ভাব কমে আসে।


লেন্স পরিষ্কার রাখা

ক্যামেরার লেন্সে ধুলাবালি জমে থাকলে ছবি খারাপ দেখাতে পারে। ছবি তোলার আগে লেন্স পরিষ্কার করে নিতে হবে। নরম মাইক্রোফাইবার কাপড় দিয়ে নিয়মিত লেন্স মুছে নিতে হবে। এতে লেন্সের ওপর থাকা ধুলা বা দাগ দূর হবে এবং ছবির স্বচ্ছতা বজায় থাকবে।


ফ্রেম ঠিক রাখা

ছবি তোলার সময় একই ধরনের ফ্রেম বারবার ব্যবহার না করে এতে ভিন্নতা আনার চেষ্টা করতে হবে। এ জন্য নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর ছবি একই স্থান থেকে না তুলে বিভিন্ন কোণ থেকে একাধিকবার তুলে দেখতে হবে। বর্তমানে স্মার্টফোনের ক্যামেরায় বিভিন্ন ধরনের সেন্সরযুক্ত লেন্স থাকায় ভিন্ন ভিন্ন অবস্থানের ছবি ভালো হয়ে থাকে।

আপনার জেলার সংবাদ পড়তে