তানোরে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে পার্টনার কংগ্রেস

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ২১ মে, ২০২৫, ১১:৫১ এএম
তানোরে কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে পার্টনার কংগ্রেস
বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদের লক্ষ্যে রাজশাহীর তানোরে কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে কৃষক-কৃষাণীদের নিয়ে পার্টনার কংগ্রেস (সমাবেশ) অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ মে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তানোর উপজেলা পরিষদ নতুন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রেশন এন্টার প্রেরণশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর সহযোগিতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৫টা পর্যন্ত এক প্রশিক্ষণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। চলতি ২০২৪-২৫ অর্থ বছরে পার্টনার এ কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. উম্মে ছালমা। এরআগে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন তানোর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত কৃষি অফিসার সুভাষ কুমার মন্ডল ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাহাদাত হোসেনের উপস্থাপনায় অতিথি নিবন্ধে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী রেজা ও তানজিজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন। এসময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও পার্টনার সদস্যরা উপস্থিত ছিলেন। ই/তা
আপনার জেলার সংবাদ পড়তে