গাজীপুর জেলা বিএনপির আওতাধীন সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।কমিটি বিলুপ্তির বিষয়ে কালিয়াকৈরে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার প্রেরিত বিজ্ঞপ্তিতে গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর যৌথ স্বাক্ষরে জানানো হয়, গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ থানা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সকল ইউনিট কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিলুপ্তির কারনে কালিয়াকৈরের রাজনৈতিক ব্যক্তিরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যারা সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তারা অনেকেই হতাশা এবং পদ বঞ্চিত বা নতুন পদের যাবার সম্ভাব্য প্রার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।