নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্কেল কাজী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে টেলিভিশনে ডিশ লাইনের তার লাগাতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত আক্কেল কাজী কুমরুল গ্রামের মৃত তাহের কাজীর ছেলে।
জোয়াড়ী ইউপি চেয়ারম্যান আলী আকবর জানান, মঙ্গলবার রাতে বজ্রবৃষ্টির সময় আক্কেল কাজী বাড়িতে টেলিভিশনের ডিশ লাইনের তার খুলে রাখেন। বৃষ্টি থেমে গেলে তিনি পুনরায় টিভিতে ওই তার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।