দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল বুধবার দিন ব্যাপী মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে ২০জন মৎস্য চাষীকে ২০২৪-২৫ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় আধুনিক মাছ মাষে খাদ্য ও পানি ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারিফুর রহমান, খামার ব্যবস্থাপক মৎস্য বীজ উৎপাদন খামারের কর্মকর্তা মোঃ আমানুস সালাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন। প্রশিক্ষণ শেষে ২০জন মৎস্য চাষীকে মাছের পোনা ও মাছের খাবার দেওয়া হয়।