কাহারোলে রঙ্গিন ফুলকপি চাষ, ভাগ্য বদলেছে কৃষকের

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৩:১৮ পিএম
কাহারোলে রঙ্গিন ফুলকপি চাষ, ভাগ্য বদলেছে কৃষকের

কাহারোল উপজেলায় উচ্চমূল্য নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনীর আওতায় রবি ২০২৪/২০২৫ রামপুর ব্লকের মুকুন্দপুর ইউনিয়নের কৃষকের মাঝে রঙিন ফুলকপি চাষ করে আর্থিক লাভবান হয়েছেন কৃষক রামপ্রসাদ রায়। কৃষি বিভাগের সার্বিক সহযোগীতায় রঙিন ফুলকপি চাষ করেছেন কৃষক রামপ্রসাদ রায় তিনি ২০ শতক জমিতে চাষ করেছিলেন রঙিন ফুলকপির। তার দেখাদেখি আগামী রবি মৌসুমে ব্যাপক রঙিন ফুলকপি চাষের পরিকল্পণা রয়েছে কৃষি বিভাগের। উপজেলার কৃষকেরা এই রঙিন ফুলকপি চাষের আগাম প্রস্তুতি নিয়েছেন। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রাণী সেহানবীস বলেন, কৃষি বিভাগ কৃষকদের উৎসাহিত করছে রঙিন ফুলকপি চাষের জন্য।

আপনার জেলার সংবাদ পড়তে