ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৩:২২ পিএম
ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত

পিরোজপুরের ইন্দুরকানীতে ওপেন হাউজ ডে পালিত হয়েছে। বুধবার সকালে ইন্দুরকানী থানা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ১নং পাড়েরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আঃ রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, সরকারী পুলিশ সুপার বায়েজিদ ইসলাম, ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ মো. মারুফ হাসান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন ইন্দুরকানী প্রেসক্লাবের সাবেক সভাপতি আহসানুল ছগির, সাবেক সিনিয়র সহ সভাপতি ও আমার দেশ প্রতিনিধি মো. শাহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম সহ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য, সুধীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবা নিয়ে আলোচনা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে