বীরগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪০ এএম
বীরগঞ্জ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দিনাজপুরের বীরগঞ্জ পৌর প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পৌর প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর প্রেসক্লাবের সভাপতি দৈনিক করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মীর কাসেম লালুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দৈনিক কালের কন্ঠ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিনি সোহেল আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ের প্রাক্কালে পাক বাহিনী পরিকল্পিতভাবে  বুদ্ধিজীবী, শিক্ষক, সাহিত্যিক, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, সাংবাদিক ও দার্শনিকদের নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল জাতিকে মেধাশূন্য করে দিয়ে বাংলাদেশের মেরুদন্ডকে পঙ্গু করে দেওয়া। তাদের এই ঘৃণতম জঘন্য হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে চিরদিন লেখা থাকবে। বাংলাদেশ তাদের এই কৃতি সন্তানদের আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।  আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ হাসান জুয়েল, দৈনিক মানবজমিন পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি নুর আলম সিদ্দিকী বাবু, বীরগঞ্জ নিউজ টুয়েন্টিফোর অনলাইন পত্রিকার সম্পাদক অধ্যাপক নীল রতন সাহা নিপু, দৈনিক কালবেলা পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন, দৈনিক সকালের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ ।

আপনার জেলার সংবাদ পড়তে