বেড়েছে জিরা আমদানি, কমেছে দাম

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২১ মে, ২০২৫, ০৪:৩০ পিএম
বেড়েছে জিরা আমদানি, কমেছে দাম

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েক দিন। ঈদকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে জিরা আমদানি বৃদ্ধি পেয়েছে। আমদানি বেশি হওয়ায় কমেছে পণ্যেটির দাম।

এই বন্দর দিয়ে আগে প্রতিদিন গড়ে ২-৩ গাড়ি জিরা আমদানি হতো। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ৮-১০ ট্রাকে। বন্দরটি দিয়ে প্রতিটন জিরা আমদানি হচ্ছে ৩ হাজার ৫০০ ডলার মূল্যে।

কাস্টমস কর্তৃপক্ষ বলছে,কুরবানী ঈদকে সামনে রেখে জিরা গুলো আমদানি হচ্ছে, সে জন্য আমরা দ্রুত জিরাগুলো শুল্কায়ন করে ছাড়করণের ব্যবস্থা করছি।

আমদানি কারক নাজমুল ইসলাম বলেন, ভারতে জিরার দাম কমে যাওয়ায় ও আমদানি বেশি হওয়ায় কমেছে পন্যটির দাম, ঈদের আগে আরো বেশি জিরা আমদানি হলে দামটা আরো কিছুটা কমে আসবে। হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমায় খুশি সাধারন ক্রেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে