বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা শাখার বিরুদ্ধে “ইমাম সমিতির ব্যানারে ওলামালীগ সংগঠিত হওয়ার অভিযোগ” শিরোনামে দৈনিক আমাদের কুমিল্লায় ২০ মে মঙ্গলবার প্রকাশিত সংবাদ প্রকাশের প্রতিবাদে মঙ্গলবার রাতে নাঙ্গলকোট ক্যাডেট মাদরাসায় মিলনায়তনে এক প্রতিবাদ সভা করেন উপজেলা ইমাম সমিতি। জাতীয় ইমাম সমিতি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সভাপতি মুফতি ওয়ালি উল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মদ বেলাল হোসেন, সহসভাপতি মাওলানা মোসলেহ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হাশেম, অর্থ সম্পাদক হাফেজ ক্বারি শহীদুল ইসলাম, নাঙ্গলকোট পৌরসভা সহসভাপতি হাফেজ মাওলানা এয়াকুব।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে যিনি মসজিদের ইমাম ও খতিব তিনিই সদস্য। ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। যিনি এ অপপ্রচার চালাচ্ছে তিনি ইমামদের প্রকাশ্য ভোটে সভাপতি নির্বাচিত হতে না পেরে এখন সংগঠনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সংগঠন ও নেতৃবৃন্দের সম্মান হানির চেষ্টা করছে। ফ্যাসিস্টদের সময়েও ষড়যন্ত্রকারীরা তাদের সাথে একত্রিত হয়ে ইমামদের বিরুদ্ধে নানাহ ষড়যন্ত্র করেছে, ওই সময় বলেছে ইমাম সমিতি বিএনপি-জামায়াতের এখন বলছে অন্য কথা। এছাড়া ওই সংবাদে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মডেল মসজিদের হল রুমে অনুমতি না নিয়ে সভা করার মিথ্যা অভিযোগ করা হয়েছে, প্রকৃত পক্ষে ইসলামীক ফাউন্ডেশন নাঙ্গলকোট উপজেলা কর্মকর্তাদের অনুমতি নিয়েই সভা করা হয়েছে। আমরা এ মিথ্যা চারের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা আরো বলেন, জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা কমিটিতে বিভিন্ন মসজিদের ইমামদের মধ্যে বেশ কয়েকজন রয়েছে যারা বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামী দলের উপজেলা ও পৌরসভা নেতা। বিশেষ করে ইমাম সমিতিতে রয়েছে জাতীয়তাবাদী ওলামাদল নাঙ্গলকোট উপজেলা সহসভাপতি মাওলানা পেয়ার আহম্মেদ ও নাঙ্গলকোট পৌরসভা সভাপতি মাওলানা মাসুদ, জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা মজলিস শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা তোফাজ্জল হোসেন, জোড্ডা পূর্ব ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আহাদ মজুমদার, খেলাফত আন্দোলন নেতা মাওলানা নূরুল আমিন ভূঁইয়া, হেফাজত ইসলাম নেতা মাওলানা মীর সোলাইমান, ইসলামী আন্দোলন নেতা মাওলানা বাকি বিল্লাহ, মুজাহিদ কমিটির নেতা হাফেজ এয়াকুবসহ সকল দলমতের ইমাম ও খতিবদেরকে নিয়ে ইমাম সমিতি পরিচালিত হয়ে আসছে।